স্টাফ রিপোর্টার ॥ পবিত্র আশুরায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সদর থানায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওসি মোঃ ইয়াসিনুল হক। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মানিকুল ইসলাম, ওসি (অপারেশন) ডালিম আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন আহমেদ, এসআই রকিবুল হাসানসহ আশুরার উদযাপন কমিটির নেতৃবৃন্দ। এ সময় সদর থানা পুলিশের পক্ষ থেকে আশুরার উদযাপন কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলা হয়, আযানের সময় আশুরায় মাইক, সাউন্ড সিন্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে। উৎসব পালনে সদর থানার ওসি সকলের সহযোগিতা কামনা করেন।