প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলীর বিরুদ্ধে দৈনিক সমাচার ও দৈনিক সময় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের সিকান্দরপুর গ্রামাবাসী এক প্রতিবাদ সভা করেছে। গতকাল শুক্রবার সিকান্দপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী অভিনাশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন বিধান দাশ, করুনা সিন্দু দাশ, ভুবন দাশ, জরলাল দাশ, অনুকুল দাশ, কথিত অভিযোগকারীর বাবা পিন্টু দাশ প্রমূখ। সভায় বক্তারা বলেন, সিকান্দরপুর গ্রামের শিমুল দাশ প্রায় ৪/৫ মাস ধরে এলাকায় নেই। কিন্তু কাগাপাশা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান এরাশাদ আলীর মানহানি করার জন্য একটি কুচক্রমহল অপ্রচার চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২২ সেপ্টেম্বর ভূয়া প্রকল্পের মাধ্যমে কাবিখা প্রকল্পের নামে ২ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগের একটি সংবাদ প্রকাশ করে। যা আদৌ সত্য নয়। মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদীত। প্রকৃত ঘটনা হলো ৬নং ওয়ার্ডের সিকান্দরপুর গ্রামের বিনয় দাসের বাড়ী হইতে গ্রামের মেইন রাস্তা পর্যন্ত প্রকল্পটি সরকারী নিয়ম অনুযায়ী বাস্তবায়ন করা হয়েছে। সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান সিকান্দরপুর গ্রামের গেলে গ্রামবাসী সরজমিনে নিয়ে এমপি মহোদয়কে এ প্রকল্পটির নির্মাণ কাজ পরিদর্শন করেন। প্রকল্পের কাজ দেখে এমপি মহোদয় সন্তোষ প্রকাশ করেন। সভায় অভিযোগকারী শিমুল দাশের পিতা পিন্টু দাশ বলেন, আমার ছেলে শিমুল দাস খারাপ প্রকৃতি লোক সে দীর্ঘদিন ধরে এলাকাতে নেই। তারা দ্বারা অযুক্তিকভাবে চেয়ারম্যান সাহেবের মানহানি করা হয়েছে বলে আমি মনে করি। এ সময় তিনি সভায় উপস্থিত সকলকে জানান শিমুলের বিরুদ্ধে কঠোর শাস্তি স্থা করবেন। সভায় চেয়ারম্যান এরশাদ আলীর বিররুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং চেয়ারম্যান এরশাদ আলীর বিরুদ্ধে এ ধরণের অপ্রচার করার কারণে শিমুল গংদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে। এছাড়াও ভবিষ্যতের চেয়ারম্যান বিরুদ্ধে এ ধরণের অপপ্রচার করা হলে অপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।