স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বাহুবল উপজেলার স্নানঘাট বাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ। মনির খানের পরিচালনায় গতকাল বাদ আছর মানববন্ধন ও সমাবেশে এলাকার মুরুব্বীয়ান ও নেতৃবৃন্দসহ শহস্ত্রাধিক প্রতিবাদী জনতা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন বন্ধ ও শরনার্থীদের সসম্মানে দেশে ফিরিয়ে নেয়ার দাবী জানান।