বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

“শিকড়ের অন্বেষণে”

  • আপডেট টাইম শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫২৭ বা পড়া হয়েছে

এম এ আজিজ, লন্ডন থেকে ॥ গরীবি হটানোর স্বপ্ন নিয়ে বাংলাদেশের এক কোটিরও অধিক বাংলাদেশী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। মাতৃভূমি ছেড়ে প্রবাসে এসে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আপন শিকড়ের সন্ধান করে বেড়ায় সকলে। কোন পরব-অনুষ্ঠানের খবর পেলেই দেশের, এলাকার পরিচিতজন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বন্ধু-বান্ধব, সহপাঠীদের সাথে যোগাযোগ স্থাপন ও মিলিত হবার আকাঙ্খা জাগায়। কিন্তু প্রার্থিব জীবনের সর্বপ্রকার প্রয়োজনীয় চাহিদা মিটানোর ব্যবস্থা করা, দেশে ফেলে আসা পিতা-মাতা/ভাই-বোন সহ আপনজনদের চাহিদার যোগান দেওয়া, অন্ন-বস্ত্র-আবাস-স্বাস্থ্য-শিক্ষা-চিকিৎসার ব্যবস্থা করা ও আর্থিক উন্নয়নে সাচ্ছল্যতা বাস্তবায়নে অনেক প্রবাসীদের পক্ষে সব সময় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নেওয়া সম্ভব হয়ে উঠেনা। ফলে তুষারপাতের দেশে স্থবির হয়ে পরে জীবন।
প্রবাসী জীবনের স্থবিরতাকে সচ্ছল করা এবং প্রবাসে জন্ম নেওয়া বা বেড়ে উঠা বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে বাঙ্গালী সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়ার লক্ষ্যে সমাজকর্মীরা বিভিন্ন শহরে খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করে থাকেন। মূলতঃ গ্রাম-বাংলার মানুষের কাছে মেলা মানেই দেশের, এলাকার পরিচিতজন, সহপাঠী, বন্ধু-বান্ধবের সাথে মিলন হওয়ার আবেগ, উৎসাহ, উদ্দীপনার, সূখ-আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে। বার মাসে তের পাবনের আবহমান গ্রাম-বাংলায় ঈদ, পূজা, মেলা-বান্নী, ভাটিয়ালী মরমী শিল্পীদের আধ্যাত্মিক ও পালাগান যেভাবে উৎসাহ, উদ্দীপনা জাগানোর কারন তেমনি প্রবাসে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান বা মিলনমেলা ও প্রবাসীদের আনন্দের কারন। বিলাত প্রবাসী হবিগঞ্জবাসীকে আনন্দ উৎসবে জাগিয়ে তোলা ও পরস্পরের মাঝে সেতু বন্ধন করার লক্ষ্য নিয়ে ভ্রাতৃত্বপ্রতিম সামাজিক সংগঠন হবিগঞ্জ সোসাইটি (মিডল্যান্ড) ইউ.কে প্রতি এক বছর পরপর বার্মিংহ্যামে মিলনমেলার আয়োজন করে থাকে।
গেল রবিবারে অনুষ্ঠিত হয়ে গেল সেই বহু প্রতিক্ষিত মিলন মেলা। তাদের আমন্ত্রণে লন্ডন মহা-নগরী থেকে আমরা হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে অর্ধ-শতাধিক সতীর্থ নারী-পুরুষ ও পরিবার পরিজন নিয়ে অংশগ্রহন করি। কাক ডাকা ভোরে সতীর্থগণ মহা-নগরী লন্ডনের বিভিন্ন শহর থেকে ছুটে এলেন কীংসক্রসে অবস্থিত বিশ্বখ্যাত ব্রিটিশ লাইব্রেরির সামনে অপেক্ষমাণ লাক্সারী কোচের পাশে। মুখে আনন্দের ঝিলিক নিয়ে নারী-পুরুষ, ছেলে-মেয়ে চেপে বসে শীততাপ নিয়ন্ত্রিত লাক্সারী কোচে। পারি দিতে হবে কয়েক শত মাইল। তাই ছুটে চলে কোচ অবিরাম দূরন্তর গতিতে শিকড়ের সন্ধানে। ঘুম কাতর বদনে কোচের ভিতর শুরু হয় কোলাহল বাচনে বাচনে। মূহুর্তে পালিয়ে যায় অলসতা। যাত্রাপথে কোচের ভিতর শুরু হয় ফ্রি স্টাইল গানের আসর। সহযাত্রীদের মনমাতানো আধুনিক, ভাটিয়ালী, সূফি-সাধক, লালন ফকির ও শাহ আব্দুল করিমের সাম্য মৈত্রীর গানে গানে আর অন্য সকল সৌখিন গায়কের সূরেলা- বেসূরেলা গানের মহড়ায় সূর তোলে গগণে। সফর সঙ্গীরা ফিরে পায় মৃতসঞ্জিবিনী সূরার যৌলুশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com