স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সরকারি কলেজের সামন থেকে সবুজ খান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। এ সময় তার নিকট থেকে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গত বুধবার রাত ৯টার দিকে সিআইডি ইন্সপেক্টর জসিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেফতার করে। সে চন্দনা পাড় গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার সিআইডি পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করে।