স্টাফ রিপোর্টার ॥ শাসছুল আলম মালেক (২৮) অপহরণ মামলার আসামী চুনারুঘাটের আলমগীর মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আলমগীর মিয়া চুনারুঘাটের জারুলিয়া গ্রামের সিরাজ আলীর ছেলে। ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এএসপি মোঃ কফিলউদ্দীনসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে চৌমোহনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গত ২৩ আগস্ট রাত ৯টার দিকে ভিকটিম মোঃ শাসছুল আলম মালেক (২৮)’কে পূর্ব শত্র“তার জেরে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে র্যাবের ব্যাপক তৎপরতার কারণে গত ২৬ আগস্ট শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের কাছে ভিকটিমকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভিকটিমের পরিবার মোঃ আলমগীর মিয়াকে ২য় আসামী করে গত ২৫ আগষ্ট চুনারুঘাট থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় জিডির মূলে হস্তান্তর করে র্যাব।