নবীগঞ্জ প্রতিনিধি ॥ যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবক হেলাল চৌধুরীর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হেলাল চৌধুরী নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মৃত হাজী দলাই মিয়া চৌধুরীর ২য় ছেলে। গতকাল বুধবার দুপুর ২.১৫ মিনিটে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও শাহী ঈদগাহ ময়দানে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এম. এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌর মেয়র আলহাজ্ব সাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মুক্তার সরদার, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, হবিগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মুশাহিদ আলী, সাইদুল হক চৌধুরী, আব্দুল মুক্তাদির চৌধুরী, সাংবাদিক ফখরুলল আহসান চৌধুরী, মোঃ সরওয়ার শিকদার, রাকিল হোসেন, ছনি চৌধুরী, মঈন উদ্দিন, সফিকুল ইসলাম চৌধুরী পিন্টু, স্বপন কুমার তালুকদার, আজিম উদ্দিন, বদরুল করিম দুলাল, জাহেদ আহমেদ প্রমুখ। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।