স্টাফ রিপোর্টার ॥ বিয়ে বাড়ি থেকে ফেরার পথে হবিগঞ্জ-লাখাই সড়কের করাব নামক স্থানে ঠেলাগাড়ির সাথে ধাক্কা লেগে দুই মোটর সাইকেল আরোহী মৃত্যু পথযাত্রী। গতকাল বুধবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, উপজেলার রাঢ়িশাল গ্রামের একটি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ওই স্থানে পৌছলে একটি ঠেলাগাড়ির সাথে মোটর সাইকেলের সংঘর্ষ বাধে। এতে করাব গ্রামের ইলিয়াস মিয়ার পুত্র মোমিন মিয়া (২৪) ও বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র তানভীর (২২) মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।