স্টাফ রিপোর্টার ॥ শিশু অধিকার কমিশন ও অপশোনাল প্রটোকশ থ্রি (ঐচ্ছিক চুক্তি-৩) বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাইল্ড রাইটস এডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশের আয়োজনে ও হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সহযোগীতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মতিন খান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুল ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক ইসরাত হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন-নবী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি শামীম আহছান, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার হারুনুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, যুগ্ম সম্পাদক শর্বানী দত্ত, শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, সমাজসেবা কর্মকর্তা হামদুল করিম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সুজন হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি চৌধুরী মিজবাহুল বারী লিটন, প্রভাষক কুহিনুর আক্তার, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর প্রমূখ। এতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। পরিচিতি ও সভার উদ্দেশ্য বর্ণনা করেন শিশু অধিকার ইউনিট আসক টিম লিটার মোঃ মকছুদ মালেক। ঐচ্ছিক চুক্তি-৩ কি এবং বাংলাদেশে এর প্রয়োজনীয়তা এবং শিশু অধিকার কমিশন খসড়া আইন ২০১৬ এর প্রেক্ষাপট ও অগ্রগতি সম্পর্কে ধারণ বক্তব্য দেন শিশু অধিকারী ইউনিট আসক এর সমন্বয়ক রাশেদা আক্তার। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর আরেফ আলী মন্ডল। সভায় শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।