রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ বাংলাদেশ পুলিশ এর উপপরিদর্শক এসআই মমিনুল ইসলাম টাঙ্গাইল মহেরায় ৬ মাসের প্রশিক্ষণে লিখিত ও শাররীক কসরতে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছেন। তিনি ৭২৬ জন এসআইয়ের মধ্যে ডিসি কোর্সে শীর্ষ ১০ এ মেধা তালিকায় স্থান করেছেন। গত ১০ সেপ্টেম্বর ১৪ তম ডিসি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি ড. হাসানুল হায়দার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সনদ তুলে দেন। এর আগে তিনি সিলেট রেঞ্জের সেবার জন্য ২১ বার শ্রেষ্ঠ এবং জাতীয় পর্যায়ে ২ বার আইজিপি ব্যাচ পদক লাভ করেন। তিনি এখন মাধবপুর থানায় কর্মরত আছেন।