বাহুবল প্রতিনিধি ॥ মিয়ানমার সামরিক জান্তা ও সন্ত্রাসী সুচি বৌদ্ধদের কর্তৃক রোহিঙ্গা মুসলমানদেরকে ইতিহাসের সবচেয়ে বর্বর হত্যা, নির্যাতন ও বাড়ি-ঘর জালিয়ে দিয়ে বিতাড়িত করে জাতিগত নিধনের প্রতিবাদে খাদিমুল কোরআন বাহুবল-এর ব্যানারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা মাঠে সংগঠনের সভাপতি মাওঃ আজিজুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হাই এবং হাফেজ মাওঃ কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চলিতাতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক, বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওঃ মনির উদ্দিন, মাওঃ আব্দুল বারি আনছারী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, খাদিমুল কোরআনের সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুন নূর, ক্বারী হোসাইন আহমেদ, মাওঃ আব্দুল হাই উত্তরসুরী, সৈয়দ খলিলুর রহমান, মুক্তার হোসেন মেম্বার, মাওঃ আব্দুল হাই, মাওঃ আব্দুল কাইয়ুম জাকী, মাওঃ আব্দুল হামিদ, মাওঃ হুমায়ূন কবীর, মাওঃ আব্দুল আহাদ আজাদ, এম এ মোছাব্বির হোসেন, হাফেজ মাওঃ তোফায়েল আহমেদ, মাওঃ হাফিজুর রহমান, হাফেজ হিফজুর রহমান, মাওঃ কাজী আব্দুল হাই, মাওঃ নূরুল ইসলাম, মাওঃ হুসাইন আহমেদ, হাফেজ জালাল উদ্দিন, মাওঃ আব্দুল খালিক, মাওঃ আব্দুল জলিল, মুফতি উবায়দুর রহমান, আব্দুর হক হুন্দা মিয়া, মাওঃ নাছির উদ্দিন, মাওঃ রায়হান আহমদ, মাওঃ কবির আহমদ, প্রভাষক আব্দুল আজিজ, প্রভাষক জালাল উদ্দিন, দেলোয়ার হোসেন, মাওঃ আফরোজ মিয়া, মোঃ শাহিম আলম, হাফেজ ইলিয়াছ আহমেদ, আব্দুল্লাহ আল কাউছার, মোঃ কাউছার, এনামুল হক সাদী প্রমুখ। বক্তারা রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারের সামরিক বাহিনীর এ নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।