স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়। গত শনিবার সকালে দফায় দফায় সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বিএনপি কর্মী রুবেল মিয়ার সাথে একই গ্রামের আওয়ামী লীগ কর্মী নানু মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
পরে স্থানীয় মুরুব্বীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়া (২৫), আহাদ মিয়া (৩৮), উমর আলী (৪০), নানু মিয়া (৩০), তাউছ (৫৫), খসরু মিয়া (১৮), সামসু মিয়া (৫৫), দিলু মিয়া (২৫), মুহিন মিয়া (২০), আলকাছ (৩৫) ও আব্দুল কাইয়ুম (৪০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।