ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের (অবঃ) শিক্ষক বিশিষ্ট সমাজ সেবক মোতাব্বির হোসেনের বাড়ীতে ডাকাতির ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে ১৫/২০ জনের একদল স্বশস্ত্র ডাকাত প্রথমে বাড়ীর কলাপসিবল গেইটের তালা ও পরে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে নগদ টাকা, ১০ ভরি স্বর্নালংকার, ৬টি দামী মোবাইল ফোনসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। প্রায় ১ ঘন্টাব্যাপী ডাকাতরা তাণ্ডব চালায় বরে পরিবারের লোকজন জানান। ডাকাতিকালে ঘরের বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে ও সবকিছু তছনছ করে ফেলে। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ থানার ওসি তদন্ত কে এম আজমিরউজ্জামান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বাড়ীর লোকজনকে ডাকাতদের গ্রেফতারের আশ্বাস দেন। এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।