স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার বিদ্যুৎ গ্রাহক ফোরাম হবিগঞ্জের নেতৃবৃন্দ এমপি এডঃ মোঃ আবু জাহিরের বাস ভবনে গিয়ে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন স্থগিত করার জন্য আহ্বান জানান। গ্রাহকদের দাবির সাথে একমত পোষণ করে এমপি আবু জাহির বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন স্থগিত করার জন্য কর্তৃপক্ষ নির্দেশ দেন। এর আগে স্থানীয় আরডি হলে শতশত বিদ্যুত গ্রাহকরা সমবেত হন। সেখানে সমাবেশ করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান লেবু, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর সভাপতি সামছুল হুদা, সাধারণ সম্পাদ মোঃ আলমগীর, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মশিউর রহমান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আহমেদ কবির আজাদ, বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান মিজান, সোহেল চৌধুরী, ইকরাম চৌধুরী, যুজায়েল আল রাফি, এডঃ খোকন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান চৌধুরী, পাপন চৌধুরী, পূবালী ব্যাংকের ম্যানেজার নোমান মিয়া, মোঃ সেলিম, বাচ্চু মিয়া, হুমায়ূন কবির রাজু, আব্দুল আহাদ আনছারী, বাবুল মিয়া, রহিম উদ্দিন, রাজ্জাক মিয়া, হাবিব মিয়া, নেপাল, বিপ্লব, খালেদ, সিভাষ, সোহাগ, শংকর, সুমন, সুজিত, সুমন রায়, তোফাজ্জল, জেকি, সাইদুর, আব্দুল আউয়াল, সেলিম, রাহাত, সাব্বির, নুরুল ইসলাম, ধলাই মিয়া, রিয়াজ আহমেদ পিয়াস প্রমূখ। গ্রাহকদের সাথে ঐক্যতা প্রকাশ করায় বিদ্যুত গ্রাহক ফোরামের পক্ষ থেকে আহমেদ কবির আজাদ এবং এএইচ এম শিবলী খান এমপি এডঃ আবু জাহিরকে ধন্যবাদ জানান।