চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার ভোররাতে চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকা থেকে ২০৫ পিস শাড়ী উদ্ধার করা হয়। উদ্ধার করা শাড়িগুলোর মূল্য সাড়ে ৪ লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছে। বিজিবি ৫৫ ব্যাটেলিয়ন চিমটিবিল বিওপি’র টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম জানান, সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার চিমটিবিল ক্যাম্পের পার্শ্ববর্তী সীমান্ত এলাকার চা-বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন রকমের ২০৫ পিচ ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।