মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ গ্রামীণ গ্রাহকদের সেবা বাড়াতে বানিয়াচং এ ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন। এসময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও রাজনীতিক, কবি ও ভাষা সৈনিক জাকারিয়া খান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ডাঃ সাখাওয়াত হাসান জীবন, ইউএনও এসএম মুনীর উদ্দিন, জেলা ইউপি সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা ৪ নং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন উপস্থিত ছিলেন। নতুন শাখা উদ্বোধন উপলক্ষে স্যার ফজলে হাসান আবেদ বলেন, বানিয়াচং আমার নিজের ঠিকানা। আমরা এখানে নতুন শাখা উদ্বোধন করছি যেহেতু আমাদের ব্যাংক ইতোমধ্যে দেশের আর্থিক ও শিল্পখাতে সুদৃঢ় অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে। একটি গণমুখী ব্যাংক হিসেবে আমরা সবচেয়ে বেশী সংখ্যক মানুষের কাছে সেবা পৌছানোর বিষয়টি গুরুত্ব দেই। আমরা বেশী সংখ্যক মানুষকে ব্যাংকিং সেবা দানের আওতায় আনা এবং তাদেরকে অর্থনীতির মূলধারায় রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আমরা সব সময় ক্ষুদ্র উদ্যোগ ও শিল্প এসএমই কে বিশেষ গুরুত্বের সাথে নিয়েছি। একেবারে প্রান্তিক এবং মফস্বল এলাকার মানুষের কাছে সেবা পৌঁছে দেয়া আমাদের ল্য। আজকের এই শাখা উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের মানুষেরা তাদের হাতের নাগালেই সর্বাধুনিক ব্যাংকিং সেবা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক বানিয়াচং শাখার ব্যাঞ্চ ম্যানেজার আলী আহসান সিদ্দীকি, কাস্টমার সার্ভিস ম্যানেজার জাফর এমডি আফসার হাবিব, চীফ ক্যাশ এন্ড কাইন্ট সার্ভিস অফিসার শেখ মোঃ ফরহাদ উদ্দিন, কাস্টমার সার্ভিস অফিসার মামুন আল হাদি, মাহমুদুল ইসলাম, ক্যাশ এন্ড ক্লাইন্ট সার্ভিস অফিসার মোঃ আব্দুস সাত্তার। উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি ব্যাংক। বর্তমানে বানিয়াচং ব্র্যাক ব্যাংকের শাখাসহ ব্র্যাক ব্যাংকের সংখ্যা দাঁড়ালো ১৫৭তে।