কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে ব্যতিক্রমধর্মীয় ভাবে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সকাল থেকেই বিদ্যালয়ে উপস্থিত হলে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট খোজঁতে থাকে। আবার কেউ কেউ চকলেট বিনিময় করতেও দেখা যায়। স্টুডেন্টস নির্বাচনে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ডাক্তারসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। গতকাল সোমবার নবীগঞ্জের মিনাজপুর ও মিঠাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে জানা যায় ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনীর ২ থেকে ৩ জন করে প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করে। এতে মিঠাপুর ও মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন কমিশনার ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী রহিমা ইসলাম হৃদি ও মোঃ ফয়জুল হক, প্রিজাইডিং অফিসার মাথিন মোহাম্মদ শাহ রিয়ার ও যুবরাজ আহমদ, সহকারী প্রিজাইডিং অফিসার তানজিনা আক্তার, সুয়েব আলী ও পপি বেগম, পোলিং অফিসার জায়েদ মিয়া, মিতা বেগম, রোহেনা বেগম, তাসনিন, মাজারুল মিয়া ও সাব্বির আহমদ রুমন। প্রধান শিক্ষক অনিমা রায় ও শেখ রুম্মানা বেগম, সহকারী শিক্ষিকা নাজমা বেগম ও নিয়তি রানী রায়, গায়ত্রী পাল, অর্চিতা চক্রবর্ত্তী, স্বেচ্ছাসেবী শিক্ষক জুয়েল মিয়া, খাদিজা আক্তার ডেইজী, সোর্মা কর্মকার, ম্যানেজিং কমিটির সদস্য হাজী ফুল মিয়া, ঝরনা বেগম। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আউশকান্দি র, প উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক ইকবাল বাহার তালুকদার, শিক্ষানুরাগী ও ডাক্তার রোকেয়া খাতুন তালুকদার, হাজী মোঃ তফাজ্জল হক, বুলবুল আহমদ, ব্যবসায়ী শাহ আশরাফ আলী, জিতু মিয়া, অভিভাবক সুশান্ত দেবনাথ, আবুল খয়ের প্রমুখ। সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহনের কাজ চলে বিদ্যালয়ে। ২টার পরে ভোট গণনার কাজ শুরু হয়। ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট সংখ্যা ছিল মোট ১৫৪টি, প্রার্থী ছিল ৬জন, বিজয়ী হয়েছেন ৩জন, ভোট কাষ্ট হয়েছে ১৩২টি । ৫ম শ্রেনীর ছাত্র ফয়ছল ইসলাম ৯৬ ভোট পেয়ে প্রথম স্থানে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইফুর রহমান ৫৬ ভোট, ৪র্থ শ্রেনীর ছাত্রী সালমা বেগম ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সানজিদা পায় ৪৫ ভোট, মোস্তাফিজুর রহমান অভি ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমদাদুর রহমান ৬৩ ভোট। এদিকে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে মিঠাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট সংখ্যা ছিল ২২১টি, প্রার্থী ছিল ১০জন, বিজয়ী হয়েছেন ৩জন, কাষ্ট হয়েছে ২২০টি ভোট। ৫ম শ্রেনীর ছাত্র খালেদ আহমদ আকাশ ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাছিমা চৌধুরী লুবনা ১২৭ ভোট। আরিফা আক্তার তামান্না ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার প্রতিদ্বন্দ্বি রিফাত মিয়া ১০৩ ভোট, আবিদা সুলতানা সালমা ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রায়হান আহমদ জিলাদ ১১৪ ভোট।