নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৫পিস ইয়াবাসহ মিজানুর রহমান চৌধুরী নামে একজনকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সে নবীগঞ্জ পৌর এলাকার ফয়েজ আহমেদ চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে টহল ডিউটির সময় এসআই মাজাহারুল ইসলামের নেতৃত্ব এএসআই জয়ন্ত তালুকদার ও এএসআই আক্তারুজ্জামান সহ একদল পুলিশ নবীগঞ্জ শহরের মধ্যবাজার থেকে ৫পিস ইয়াবা ট্যাবলেট সহ মিজানুর রহমান চৌধুরী (৩০) কে আটক করা হয়। বুধবার সকালে আটককৃত মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।