নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চুনারুঘাটে একের পর এক ভাঙ্গছে ব্রীজ। বন্ধ হয়ে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পাহাড় থেকে নেমে আসা ঢল, নিম্নমানের কাজ আর অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারনে চুনারুঘাটের ছোট-বড় ৬ টি সেতুর এপ্রোচ ইতোমধ্যেই ভেঙ্গে পড়েছে। আরো ১০টি সেতু মারাত্মক ঝুকির মধ্যে আছে। সর্বশেষ গেল ১১ সেপ্টেম্বর চা বাগান ঘেরা রামগঙ্গা সেতুর এপ্রোচ ভেঙ্গে ঢাকা-সিলেট মহা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর কিছু দিন আগে শানখলা বাজার-লালচান চা বাগান সড়কে একটি সেতু, রাজার বাজার-বাসুল্লা সড়কে খোয়াই সেতু এবং কালেঙ্গা-পাকুরিয়া সড়কে করাঙ্গী নদীর উপর নির্মিত সেতুর এপ্রোচ ভেঙ্গে গেলে ওই রোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাহাড়ী ঢলে আহাম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগানের ৩টি ব্রিজ ভেঙ্গে বানের স্রোত ভাসিয়ে নিয়ে গেছে। আমু চা-বাগানের সাওতাল লেন এলাকায় ১টি ব্রিজের এপ্রোচ ভেঙ্গে গেছে পাহাড়ী ঢলে। গাজীপুর ইউনিয়নের ইছালিয়া সেতু, মুড়িছড়া সেতু, আহাম্মদাবাদ ইউনিয়নের সাওতাল লেন, ঘনশ্যামপুর সেতু, রাজার বাজারে খোয়াই সেতু, দেওরগাছ ইউনিয়নে চানপুর, রামগঙ্গা সেতু, রানীগাও ইউনিয়নে পাকুল চা বাগানের কাছে ২টি সেতু, সাটিয়াজুড়ি ইউনিয়নে কালাপুর সেতু, শানখলা ইউনিয়নে লালচান সেতুসহ ছোট বড় আরো ১০টি সেতু চরম ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত কয়েকদিনের পাহাড়ি ঢলে রামগঙ্গা ব্রিজের এপ্রোচ সড়ক ভেঙ্গে যায়। ফলে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ করে সেতুটি ভেঙ্গে পড়ায় সোমবার ভোর ৪টার দিকে একটি মাইক্রোবাস রাস্তা থেকে ব্রিজের নিচে পড়ে যায়। এতে করে ৫ যাত্রী আহত হয়। ব্রিজের এপ্রোচ ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারনে ব্রিজটি সড়ক থেকে ১০/১৫ ফুট আলাদা হয়ে গেছে। গত ১০ জুন ওই ব্রিজের পার্শ্বে চন্ডিচড়া চা বাগানে আরেকটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়।
এলাকাবাসী জানান, চুনারুঘাট উপজেলাটি চা বাগান ও পাহাড় ঘেরা। বলতে গেলে পুরোটাই সিলিকা বালুতে পূর্ণ। খোয়াই নদী এবং পাহাড়-চা বাগান এলাকার ছড়া থেকে নির্বিচারে সিলিকা বালু উত্তোলনের কারনে ছড়াগুলো গভীর হয়ে পড়ে। ওই সব ছড়া এবং নদীর উপর নির্মিত সেতগুলোর নীচ থেকে মাটি সরে গিয়ে ঝুকিতে পড়েছে। চলতি বর্ষা মওসুমে অধিক বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের কারনে সেতুগুলোর দু’পাশের মাটি সরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হামিদুল ইসলাম জানান, অতিরিক্তি বৃষ্টি হওয়ার কারনে ১২ থেকে ১৫ ফুট উচ্চতার পানি জমে যায় পাহাড়ী অঞ্চলের সেতগুলোতে। আর এতেই ভেঙ্গে পড়ে এপ্রোচ।