বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে শ্রমজীবী শিশু শিবলু মিয়া নিখোঁজের ১৮ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। তার ভগ্যে কি ঘটেছে এনিয়ে উদ্বিগ্ন তার স্বজনরা। সে বাহুবল উপজেলার গোহারুয়া গ্রামের দরিদ্র আলাই মিয়ার ছেলে। গত ২৫ আগস্ট পিতার সাথে লাকড়ি কাটতে গিয়ে নিখোঁজ হয় শিবলু মিয়া।
নিখোঁজ শিবলু মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন তার পিতা আলাই মিয়া দুই শিশু পুত্র শিবলু মিয়া (১১) ও সালমান মিয়া (৯)কে সাথে নিয়ে পার্শ্ববর্তী শিবপাশা গ্রামে লাকড়ি কাটতে যান। সেখানে লাকড়ি কাটা শেষে ঠেলাগাড়ি বোঝাই করে ভাবনাকান্দি গ্রামের বড় মসজিদের কাছে পৌঁছে, ঠেলাগাড়ি দাঁড় করিয়ে ছেলে শিবলু মিয়াকে রেখে পাশের বাড়িতে যান আলাই মিয়া ও শিশু পুত্র সালমান মিয়া। কিছুক্ষণ পর ওই বাড়ি থেকে বের হয়ে এসে দেখতে পান ঠেলাগাড়ি ও কুড়াল যথাস্থানে থাকলেও পুত্র শিবলু মিয়া নেই। এরপর আশপাশে খোঁজতে শুরু করেন। কোথাও তার সন্ধান না পেয়ে বাড়ি ফিরে যান। বাড়িতে ফিরেও পুত্র শিবলু মিয়ার কোন সন্ধান না পেয়ে আবার ভাবনাকান্দি গ্রামে যান। পরে এলাকায় মাইকিং করে তারা সন্ধান চাওয়া হয়। কিন্তু কোথায়ও তার খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে নিখোঁজ শিশু শিবলু মিয়ার পিতা গত সোমবার বাহুবল মডেল থানায় জিডি করেছেন। জিডি নং- ৪৮৭।
এদিকে পুত্রের সন্ধান না পেয়ে মা মলজা খাতুন শয্যাশায়ী হয়ে পড়েছেন।