আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ২০ বোতল ভারতীয় হুইস্কি সহ সুমন (২৫) নামে এক যুববকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার দুপুরে তেলিয়াপাড়া বাঁশবাড়ি বিজিবি ক্যাম্পের হাবিলদার জয়নাল আবেদিন ১৯৮২/১৭ নম্বর পিলারের কাছে টহল দিচ্ছিলেন। এসময় সুমন সেখানে অবস্থান করছিল। তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ২০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। আটক সুমন তেলিয়াপাড়া এলাকার ইউনুছ মিয়ার ছেলে। এ ব্যাপারে সুমনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানা যায়।