চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পাহাড়ি ঢল ও ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে রামগঙ্গা চা বাগান এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের ব্রিজের এপ্রোচ সড়ক ভেঙ্গে গেছে। ফলে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার ভোর ৪টায় একটি মাইক্রোবাস রাস্তা থেকে ব্রিজের নিচে পড়ে যায়। এতে ৫ যাত্রী আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে প্রচন্ড পাহাড়ি ঢলে উপজেলার রামগঙ্গা চা বাগানে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের এই ব্রিজের এপ্রোচ সড়ক ক্ষতিগ্রস্ত হলে ব্রিজটি রাস্তা থেকে ১০/১৫ ফুট ফাঁকা হয়ে আলাদা হয়ে যায়। এর আগে গত ১০ জুন ওই ব্রিজের পার্শ্বে চন্ডিচড়া চা বাগানে আরেকটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রায় ১ মাস পর রাস্তাটি চালু হয়েছিল। রোববার রাতের বেলা ব্রিজ থেকে রাস্তা আলাদা হওয়ায় ভোরে একটি মাইক্রোবাস ব্রিজটি অতিক্রম করতে চাইলে সেটি ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে যায়। এতে করে গাড়ীতে থাকা ৫ যাত্রী আহত হয়। তাদেরকে স্থ’ানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়। হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হামিদুল ইসলাম জানান, রবিবার সারারাত বৃষ্টি হয়েছে। এতে করে ১২ থেকে ১৫ ফুট উচ্চতায় পানি জমে যায়। সেই পানি নিস্কাশন হতে গিয়েই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। ব্রিজের পাশে প্রতিরক্ষা দেয়ালটিও ভেঙ্গে গেছে। তিনি আরও জানান, সোমবার সকাল থেকেই তিনি ঘটনাস্থলে আছেন। ২/৩ দিনের মাঝে বিকল্প ব্যবস্থায় সড়কটি চালু করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, ব্রিজের পাশে রামগঙ্গা ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এ ব্রিজের সড়কটি দেবে গেছে বলে এলাকাবাসীর ধারণা। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ব্রিজের পাশে এপ্রোচ সড়কটি কি কারণে দেবে গেল তা জানাতে সড়ক ও জনপথ বিভাগের হবিগঞ্জের প্রকৌশলীর কাছে চিঠি দেয়া হয়েছে। ব্রিজের এপ্রোচটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।