স্টাফ রিপোর্টার ॥ পবিত্র হজ্বব্রত পালন শেষে দেশে ফিরেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির। রবিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
উল্লেখ্য, পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে গত ২৫ আগস্ট রাত আড়াইটায় তিনি সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। সংসদ সদস্যের সাথে ছিলেন তাঁর স্ত্রী আলেয়া জাহির।