স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীতে নৌকাডুবির ঘটনার ৪ দিন পর গতকাল সোমবার এক নারী ও এক শিশুসহ আরো ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গজারিয়াকান্দি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন, বানিয়াচঙ্গ উপজেলা বড়কান্দি গ্রামের আলাই মিয়া কন্যা নুরজাহান বেগম (২৬) ও ফাদ্রাইল গ্রামের জালাল মিয়া চৌধুরীর পুত্র রাকিব মিয়া চৌধুরী (৫)। স্থানীয় লোকজন সকাল ১০ টার দিকে নুরজাহান বেগমের এবং বিকেলে রাকিব মিয়ার দেখতে পেয়ে খবর দেয়ার হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ নিয়ে মোট ৬ জনের লাশ উদ্ধার করা হল। আরো ২ জন নিখোঁজ রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পৌর ঘাটলা থেকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই করে একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুজাতপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। নৌকাটি ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার ভাটি এলাকা রাজিবপুর ডহর নামক স্থানে বাকে মোড় ঘুরানোর সময় উল্টে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাতরে তীরে উঠলেও ১১ জন নিখোঁজ হয়। ওই দিন রাতেই হবিগঞ্জ শহরের বাতিরপুর এলাকার বাসিন্দা অবলা সরকার (৩০), বানিয়াচং উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা শিশু মুক্তা রাণী দাশ (৪) ও কাশিপুর গ্রামের ফুলচান (৭০)সহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকে আরো ৮ জন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে পরদিন শুক্রবার ঢাকা থেকে ৪ সদস্যের একটি ডুবুরি দল হবিগঞ্জ আসে। দুপুরে তারা হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে কোনো মরদেহ না পেয়ে অভিযান স্থগিত করে চলে যায়। শনিবার উদ্ধার করা হয় উমেদনগর গ্রামের আইনুল হকের লাশ। এর পরের দিন রোববার উদ্ধার করা হয় নিখোঁজ লাখাইয়ের ইসলাম উদ্দিনের স্ত্রী আলিমা বেগম এবং হবিগঞ্জ সদর উপজেলার বড়কান্দি গ্রামের জানু মিয়ার মেয়ে অনামিকার লাশ উদ্ধার করা হয়। গতকাল সোমবার উদ্ধার করা হয় বানিয়াচঙ্গ উপজেলা বড়কান্দি গ্রামের আলাই মিয়া কন্যা নুরজাহান বেগম ও ফাদ্রাইল গ্রামের জালাল মিয়া চৌধুরীর শিশু পুত্র রাকিব মিয়া চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। গতকাল সোমবার পর্যন্ত যে দুইজন নিখোঁজ রয়েছেন তারা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার বড়কান্দি গ্রামের জানু মিয়ার ছেলে জুম্মন মিয়া (৭) ও ফান্দ্রাইল গ্রামের জালাল চৌধুরীর স্ত্রী আগুরা খাতুন (২৮)।