প্রেস বিজ্ঞপ্তি ॥ আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস উপলক্ষে কিবরিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্র“য়ারী সন্ধ্যা ৭ টায় স্থানীয় আর,ডি হলে এ সভা অনুষ্ঠিত হয়। কিবরিয়া স্মৃতি পরিষদ এর আহ্বায়ক অনুপ কুমার দেব মনার সভাপতিত্বে এতে প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নটরডেম কলেজের (ইংরেজী) সাবেক প্রভাষক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিবরিয়া হত্যা মামলার আইনজীবি এড: আলমগীর ভূইয়া বাবুল ও জেনারেল এম,এ রবের পরিবারের সন্তান ইমরান রউফ শাহিন। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উদিচি সাবেক সভাপতি পিযুষ চক্রবর্তী, খেলাঘর আসরের জাতীয় কমিটির সদস্য শুধাংশু সুএধর, মেজর জেনারেল এম,এ রব এর গবেষক এ,কে,এম আজাদ (ওয়েস) এড: তুষার মোদক, কাউন্সিলর গৌতম কুমার রায়, রোটারী ক্লাব হবিগঞ্জের সম্পাদক ডা: এস,এস আল-আমিন সুমন, বৃন্দাবন কলেজের প্রভাষক প্রদিপ কুমার রায়, ছাএলীগ হবিগন্জ পৌর শাখার সা: সম্পাদক মুফাচ্ছির রায়হান মুফতি, গণজাগরন মঞ্চের সংগঠক আব্দুর রকিব রনি প্রমুখ। সভায় বক্তাগণ ভাষা আন্দোলনে শহিদ শাহ.এ,এ,,এস কিবরিয়ার অবদান তুলে ধরেন। উল্লেখ্য যে, শহিদ শাহ এ.এম.এস.এস কিবরিয়ার ভাষা আন্দোলনে এক মাস কারাভোগ করেন। সভায় শহীদ শাহ.এ,এ,,এস কিবরিয়ার রচিত আত্ম গবেষনা মূলক বই ”মৃদু ভাষন” কিবরিয়া স্মৃতি পরিষদ এর আহ্বায়ক অনুপ কুমার দেব মনার হাতে তুলে দেন। তার পূর্বে একুশের প্রথম প্রহরে হবিগনজের কেন্দ্রীয় শহীদ মিনারে কিবরিয়া স্মৃতি পরিষদ এর পক্ষ থেকে পুস্পস্তবক র্অপন করা হয়।