স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই সহোদরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ মোকলেছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে এ দণ্ড প্রদান করেন।
জানা যায়, গতকাল রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন উপজেলার বেঙ্গডুবা এলাকা একদল বালু খেকো অবৈধভাবে বালু উত্তোলন করছে। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় তাৎক্ষণিক অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানকালে রতনপুর গ্রামের মৃত নানু মিয়ার পুত্র কুদরত আলী (৩৮) ও তার ভাই আতাব মিয়া (২৭) কে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। যেখানেই এমন অভিযোগ পাওয়া যাবে সেখানেই অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।