নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জে হাতেনাতে আটক করা হয় ৩ চোরকে। পরে অবশ্য মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়। ইনাতগঞ্জ ইউনিয়নের কাজীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী আব্দুল আলীর বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের আব্দুল হাদীর ছেলে রাজ্জাক (২০), নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরের নানু মিয়ার ছেলে আবু তাহের (২১) ও সুইলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে শিপন (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত গভীর রাতে কাজীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী আব্দুল আলীর বাড়িতে একদল চোর হানা দেয়। চোরেরা আব্দুল আলীর গ্যারেজে থাকা সিএনজি চুরি করার উদ্দেশে তালা ভাঙ্গার চেষ্টা করে। চোরের আনাগোনা টের পেয়ে ঘরে থাকা লোকজন জেগে উঠে ধাওয়া করলে চোরেরা বাড়ীর ভিতরের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় হৈহুল্লোর শুনে আব্দুল আলীর বড় ভাই আব্দুর রফিক এগিয়ে এসে উল্লেখিত ৩ জনকে ধরে ফেলেন। সকালে ইনাতগঞ্জ ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার জিল্লুর রহমান ও সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ এবং এলাকার মুরুব্বীয়ানদের সমন্বয়ে তাদের অভিভাবকদের হাজির করা হয়। পরে মুচলেকা দিয়ে রাজ্জাকের বাবা আব্দুল হাদীসহ কয়েকজন অভিভাবক তাদের নিয়ে যায়।