মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে লাইব্রেরীসহ একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলার নয়াপাড়া ও ছাতিয়াইন বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলনে অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের ভিত্তিতে নয়াপাড়া বাজারের অখন্ড লাইব্রেরীকে ২০ হাজার টাকা ও ছাতিয়াইনের রুবেল টেলিকমকে ৩হাজার টাকা জরিমানা করা করা হয়।
এছাড়া কয়েকটি মোবাইল ক্যাশ ব্যবসা প্রতিষ্টানের মালিককে অভিভাবকদের কাছ থেকে কোন ধরনের টাকা আদায় না করা এবং চাহিবা মাত্র ক্যাশ দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।