চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে ইউএনও সিরাজাম মুনিরার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাহমিনা বেগম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, আব্দুর রশিদ মাষ্টার, চৌধুরী শামছুন্নাহার, আলহাজ্ব ফজলুর রহমান তরফদার, আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, মোঃ হুমায়ুন কবির খান, মোঃ রমিজ উদ্দিন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম, চুনারুঘাট পল্লী বিদ্যুৎ সমিতির ডি.জি.এম কাজী মোঃ শওকাতুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস ছাত্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা মতিউর রহমান, চুনারুঘাট পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণয় কুমার পাল, সমকাল প্রতিনিধি মোস্তাক আহমদ তরফদার মাসুম, সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী, খন্দকার আলাউদ্দিন প্রমুখ। সভায় বক্তারা, সীমান্তে চোরাচালান রোধ ও আসন্ন দূর্গা পূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।