স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বালু ফেলে সরকারী কালভার্ট ভরাট করে ভিটা নির্মাণ করায় পানি নিস্কাষণ ব্যাহত হয়ে সরকারের কোটি টাকার রাস্তা ক্ষতির মুখে পড়েছে। এছাড়া পুকরের পানি উপচে জলাবদ্ধতা দেখা দেয়ায় পুকুরের চার পাড়ের প্রায় ৪ শতাধিক পরিবার হুমকির মুখে রয়েছে। যে কোন সময় পুকুরের পাড় ধ্বসে ওই সব বাড়ী ঘর পুকুরে মিশে যেতে পারে। মানবসৃষ্ট বন্যার কবলে পড়ে জনসাধারণের ঘর-বাড়ি, মসজিদ ও সরকারী পাকা রাস্তার ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এনিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দকে নিয়ে কয়েকবার বিচার শালিস হলেও সুরাহা না হওয়ায় এলাকাবাসী প্রতিকার চেয়ে গতকাল রবিবার ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ বরাবরে লিখিত আবেদন করেছেন। প্রকাশ, উপজেলা সদরের কুতুবখানী মৌজার সাবেক ১০৬ ও বর্তমান ১১২ নং জে.এল স্থিত ১০০, ১০১, ১০২ ও ১০৭ নং দাগে ১ একর ৭৮ শতক আয়তনের একটি বড় পুকুর আছে। পুকুরটির ১ একরের মালিকানা চারপাড়বাসীর ও ৭৮ শতাংশের মালিকানা সরকারের। পুকুরের পানি নিস্কাষনের জন্য দক্ষিণ-পূর্ব কোনে আদিকাল থেকে একটি নালা বা কাড়া রয়েছে। যা ‘নলুয়ার কাড়া’ হিসেবে পরিচিত। সম্প্রতি পুকুরের পূর্বপাড়ের বাসিন্দা জনৈক আব্দুল আলিম মাটি ভরাট করে ঐতিহাসিক এ কাড়াটি বন্ধ করে দেন। এছাড়া কাড়ার দক্ষিণ পাশের্^ থাকা একটি সরকারী কালভার্টও বালু ফেলে ভরাট করে বন্ধ করে দেয়া হয়েছে। ফলে চলতি মৌসুমে ঘন ঘন বৃষ্টিপাত হওয়ায় পানি আটকে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়ি-ঘর, মসজিদ ও সরকারী পাকা রাস্তা তলিয়ে স্থানে স্থানে ভেঙ্গে যাচ্ছে। এতে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।