বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউরি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এর উপর নবীগঞ্জের শিবগঞ্জ বাজারে সন্ত্রাসী হামলা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বড়ইউরি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩ ঘটিকায় ৭নং বড়ইউরি ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন বড়ইউরি ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ লুৎফুর রহমান। বড়ইউরি ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ ফরিদ আহমদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওমর আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, সুবিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, খাগাউরা ইউপির চেয়ারম্যান শাহ্ শওকত আরেফিন সেলিম, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান আঙ্গুর মিয়া, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তালেবর মিয়া, মোঃ মহিবুর রহমান, মোতাব্বির মেম্বার, মুসলিম খান, মেম্বার মোঃ মতিউর রহমান, মেম্বার মোঃ ফারুক মিয়া, মেম্বার আবুল কালাম, মেম্বার আবু তালেব, যুবলীগ নেতা সোহেল আমিন, শেখ শাহানুর, মুশাহিদ রহমান ইছা, মওদুদ আহমেদ, মোঃ আব্দুর রকিব, লুৎফুর রহমান, এনামুল হক চৌধুরী, তহুর, শেখবুল খান, সাইফুল ইসলাম, মহিবুর রহমান, মোঃ বশর উদ্দিন, আফজল মিয়া, আব্দুল হালিম, নূর ইসলাম, নিজাম উদ্দিন, টান্ডা মিয়া, নুরুল ইসলাম মোল্লা, জহুরুল ইসলাম, আবু সালেহ ও এরশাদ মিয়া প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী বলেন, ৭নং বড়ইউরি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব একজন সৎ ও নিষ্টাবান প্রকৃতির লোক। তার উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, বড়ইউরি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এর উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও কুচক্রি মহল কর্তৃক তাঁর উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের জোর দাবী জানান।