বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হুয়ায়ূন কবির রেজাকে হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হওয়ার জন্য দাবি জানিয়েছেন বানিয়াচঙ্গ উপজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ। শনিবার দুপুরে বানিয়াচঙ্গ উপজেলা শিক্ষক সমিতির হল রুমে উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় এ দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা তৃণমূলের একজন রাজনৈতিক কর্মী। তিনি আওয়ামীলীগের পরিচিত একজন সৈনিক হিসেবে দলের সকল কর্মসূচি সক্রিয়ভাবে অংশ গ্রহন করার পাশাপাশি বিএনপি-জামাত দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে দলীয় নেতাকর্মীদের নিয়ে আন্দোলনে বলিষ্ট ভূমিকা রেখেছেন। তিনি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের মাধ্যমে আওয়ামীলীগের রাজনৈতিতে প্রবেশ করেন। পরবর্তীতে যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এরপর তিনি বানিয়াচঙ্গ উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাংলাদেশ কৃষকলীগ হবিগঞ্জ জেলা শাখার দু’বার কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন। বতর্মানে জেলা কৃষকলীগের সভাপতির দায়িত্বের পাশাপাশি জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটি সদস্যের দায়িত্ব পালন করছেন। তাঁর দীর্ঘ পরিশ্রমের ফলে হবিগঞ্জ জেলায় কৃষকলীগ তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। সভায় নেতবৃন্দ সর্বসম্মতিক্রমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার জন্য আহ্বান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা বলেন, জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দেবেন তার পক্ষেই কৃষকলীগ নেতৃবৃন্দকে কাজ করা আহ্বান জানান। উপজেলা কৃষকলীগ সভাপতি রুহুল কিবরিয়া বুলবুলের সভাপতিত্বে এবং সামছুল হক ঠাকুর সেবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ নেতা শেখ সেলিম, শফিকুল আলম চৌধুরী, মহিবুল হাসান কাউছার, আরিফ মাহমুদ মজনু, কামাল আহম্মদ, অ্যাডভোকেট সারোয়ার, উপজেলা কৃষকলীগ সহ-সভাপতি মওদুদ আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সেজু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, এস এম সোহাগসহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগন। সভা শেষে বানিয়াচঙ্গ উপজেলার ১৫টি ইউনিয়নের কৃষকলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।