স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পুরান মুন্সেফী এলাকা থেকে টমটম চুরি করার সময় ইকবাল হোসেন (২০) নামের এক চোরকে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সে উমেদনগর গ্রামের নুর উদ্দিনের পুত্র। গতকাল রবিবার সন্ধ্যায় পশ্চিম ভাদৈ গ্রামের আব্দুল গনির একটি টমটম পুরান মুন্সেফী এলাকা থেকে ইকবাল চুরি করে নিয়ে যাবার সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে গণধোলাই দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, ইকবাল দীর্ঘদিন ধরে টমটম চুরি করে আসছিল।