চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে একটি পরিবার দ্বারা সৃষ্ট জলাবদ্ধতার কারণে প্রায় ১ হাজার ৫শ’ একর জমিতে আমন ধান রোপন করতে পারছেন না উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী, মাধবপুর, রঘুরামপুর, দাসপাড়া, কেউন্দা গ্রামের কয়েকশ কৃষক পরিবার।
জলাবদ্ধতার শিকার কৃষকরা জানান, পাংকাইবন্দ নামক স্থানে পার্শ্ববর্তী তাউশী গ্রামের আব্দুল মান্নান ওরফে সোয়া মিয়া এবং তাঁর দুই ছেলে বরজু মিয়া ও বাবুল মিয়া তাদের পারিবারিক জমিতে প্রায় ১৭০ শতক জমিতে মাছ চাষের জন্য একটি পুকুর খনন করে। কিন্তু তারা পুকুরপাড় নির্মাণ করতে গিয়ে ওই বন্দের পানি নিষ্কাশনের মূল রাস্তাটি বন্ধ করে ফেলে। এতে গেল আউশ ফসলের অধিকাংশই পানির নিচে তলিয়ে গেছে। এখন আমন ফসলও রোপন করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে শত শত কৃষক ওই পরিবারের দ্বারস্থ হলে পিতা-পুত্র কোন সদুত্তর না দিয়ে কৃষকদের দেখে নেয়ার হুমকি প্রদান করে বলে কৃষকরা জানান। এ নিয়ে এলাকার ৫টি গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘিœত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। গতকাল রবিবার সকালে ভুক্তভোগী কৃষকগণ এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে পুকুর খননকারী আব্দুল মান্নান ওরফে সোয়া মিয়া বলেন, আমার জমিতে আমি পুকুর খনন করেছি, এলাকার পানি কোনদিকে যাবে তা দেখা আমার বিষয় নয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।