নবীগঞ্জ প্রতিনিধি ॥ মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন, খুন, ধর্ষন ও গণহত্যা বন্ধের দাবীতে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে দিনারপুর লতিফিয়া ইসলামি সুন্নি পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনু্ষ্িঠত হয়।
মাও: আজিজুল হকের সভাপতিত্বে ও হাফিজ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওঃ সৈয়দ আমজদ আলী, কাজী এমরান হোসেন, মাওঃ ফারুক আহমদ, মাওঃ বেলাল, মাওঃ বশির আহমেদ, মাওঃ আঃ রশিদ, মাওঃ আব্দুল আলিম, মাওঃ আব্দুল মতিন, আরিফুল হক প্রমুখ। প্রতিবাদ সমাবেশে মায়ানমারে রোহিঙ্গা মুসলমান নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবী জানান বক্তারা।