স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল গ্রামে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই বোনের করুন মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন, ধুলিয়াখাল গ্রামের মাস্টার বাড়ির জালাল উদ্দিনের পুত্র ইমরুল হাসান (৭) ও তার চাচাত বোন মাসুম মিয়া কন্যা নাবিলা আক্তার (৮)। ইমরুল স্থানীয় প্রাইমারী স্কুলের ১ম শ্রেণী ছাত্র ও নাবিলা আক্তার ২য় শ্রেণীর ছাত্রী।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রতিদিন নাবিলা ও ইমরুল তাদের মা-বাবার সাথে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করেন। গতকাল শনিবার স্কুল থেকে বাড়ি ফিরে। পরে বেলা পৌনে ২টার দিকে ইমরুল ও নাবিলা পরিবারের লোকজনদের অগোচরে পুকুরে গোসল করতে যায়। পরে তাদের না পেয়ে বাড়ির লোকজন খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির লোকজন তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখে শোর চিৎকার শুরু করেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত ডাক্তার রাজীব চৌধুরী তাদের মৃত ঘোষণা করেন। এদিকে দুই ভাই বোনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল রাত ৯টার দিকে নিহতদের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।