প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শনিবার শহরের স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আইডিয়াল ফ্রেন্ডস ক্লাব (আইএফসি) হবিগঞ্জ এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে ছিলেন আইএফসি ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, সিনিয়র উপদেষ্টা মিয়া মোঃ ইলিয়াছ, উপদেষ্টা ইয়াছিন খাঁন, মোঃ জিল্লুর রহমান, রায়েদ চৌধুরী রিংকু। আইএফসি সভাপতি মোঃ আখতারুজ্জামান তরপদার জামান এর সভাপতিত্বে ও মোঃ তানভীর মোর্শেদ মুন্নার পরিচালনায় সভায় লন্ডন প্রবাসী জামিরুল হক জমির, মোঃ সাজিদ মিয়া, সফিক মিয়া, বিলাল সামাদ, মাহমুদুল হাসান ও চিত্র শিল্পী আশীষ আচার্য্য রনিকে সংবর্ধনা প্রদান করা হয়। এ বছর শ্রেষ্ঠ সদস্য হিসেবে পুরষ্কৃত হন মোঃ আব্দুল জব্বার চৌধুরী রাজীব এবং আগামী এক বছরের জন্য আইএফসির ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি প্রকাশ করা হয় ও বৃন্দাবন সরকারী কলেজ কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। এতে বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ আব্দুল জব্বার চৌধুরী রাজীব, আসাদুজ্জামান রিয়াদ, প্রতিষ্ঠাতা সদস্য পলাশ রায়, সাংগঠনিক সম্পাদক বিজন চন্দ্র দাস, হাবিবুর রহমান, কলেজ শাখার সভাপতি নাদিরা চৌধুরী উর্মি, মিসবাউজ্জামান রিপন, তাকিম্মুন্নাহার প্রমূখ।