বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

বানিয়াচঙ্গের ইউনিয়ন চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানের বিরুদ্ধে যড়যন্ত্রকারীদের কঠোর হুশিয়ারী

  • আপডেট টাইম রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৯৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ও ছান সর্দার ওয়ারিশ উদ্দিন খানের আহ্বানে আদমখানী, গরীব হোসেন মহল্লা ও কুতুবখানী ৩ মহল্লার ছান্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে হাজারো মানুষের সমাগম হয়েছে। ৩ মহল্লার ছান্দের সর্দার হিসেবে ওয়ারিশ উদ্দিন খানকে দুই হাত তুলে অকুুন্ঠ সমর্থন জানিয়ে বক্তারা বলেন, একজন ন্যায় বিচারক ও ছান্দের ব্যাপক উন্নয়ন করে বাৎসরিক আয় বাড়ানোসহ ছান্দের উন্নয়ন মূলক কাজ করে এলাকাবাসীর ভালবাসা কুড়িয়েছেন ছান সর্দার ও চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান। যে বা যারা তাকে নিয়ে অযথা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তাদের কঠোর হুশিয়ারী দিয়েছেন এলাকাবাসী। গতকাল শনিবার সকাল ১০টায় কুতুবখানী আলীম উদ্দিন মাষ্টারের বাড়ীর ময়দানে ৩ মহল্লার ছান্দ সর্দার ওয়ারিশ উদ্দিন খানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ৩ মহল্লাবাসী পক্ষে বক্তব্য রাখেন আদমখানী মহল্লার সর্দার জয়নাল আবেদীন, বিশিষ্ট মুরুব্বী সাবেক মেম্বার মকবুল হোসেন, মাসুক ঠাকুর, লেচু মিয়া, সাদত খা, হাসন খা, সমছু মিয়া, কামাল আকঞ্জি, মোস্তফা বেফারী, রফু মিয়া, আব্দুল জলিল, গরীব হোসেন মহল্লার নব নিযুক্ত সর্দার ইমাম হোসেন, গিয়াস উদ্দিন মিয়া, হারুন মিয়া, নুরুল আমিন, আজিজুল মিয়, আব্দুল্লা মিয়া, মোফাজ্জল মিয়া, জগলু মিয়া, নানু মিয়া ও পারভেজ মিয়া। কুতুবখানী মহল্লার পক্ষে বক্তব্য রাখেন, জাহেদ মাষ্টার, আলফু (মেম্বার), সাহেদ আলী, শাহানুর মেম্বার, আহাদ উল্লা, তায়েদ (মেম্বার), অনু মিয়া, আবু মিয়া প্রমুখ। সভাপতির বক্তব্যে ওয়ারিশ উদ্দিন খান বলেন, বিগত ইউপি নির্বাচনে যারা আমার বিরোধীতা করেছিল সেই চক্রটি ছান্দের শান্ত পরিবেশকে অশান্ত করতে বেশ কিছুদিন যাবৎ আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আমি ছান্দের জনগণের সমর্থনে ছান সর্দার নিযুক্ত আছি। যদি কখনও আপনাদের মনে হয় আমার দ্বারা ছান্দের কোনরূপ ক্ষতি হওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে তখনই আপনারা আমাকে বলবেন আমি স্বেচ্ছায় এ পদ থেকে সরে দাড়াব। আমি আপনাদের সেবক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত সেবা দিয়ে যেতে চাই। জনগনের সেবা দেওয়াটাকে আমি ইবাদত হিসেবে নিয়েছি। তিনি বলেন, যারা গ্র“পিং করে ছান্দের শৃংখলা বিনষ্ট করতে চান তাদেরকে বলব কোন বক্তব্য থাকলে ছান্দের বৈঠকে এসে বলুন। ছান্দের জনগণ আপনাদের সাথে থাকলে আমি তা মেনে নেব। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, ছান্দের টাকা পয়সা সব কিছু ক্যাশিয়ারের কাছে জমা থাকে, ছান্দের ১টি টাকাও আমি আমার হাতে রাখি না। ছানবাসী মিলে জনসর্মথনে যে সিদ্ধান্ত নেন, সেই মোতাবেকই ছান্দের কাজকর্ম পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com