প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম বলেছেন ধর্মীয় অনুশাসন ছাড়া সমাজে শান্তি আসবে না। সৃষ্টিকর্তাকে জানতে হলে সকল মানুষকে প্রথমেই নিজেকে জানতে হবে। মানব সমাজকে সঠিক পথের সন্ধান দিতেই ঠাকুর অনুকুল চন্দ্র এ ধরাধামে আবির্ভুুত হয়েছিলেন। তাই অনুকুল ঠাকুরের আর্দশ সবাইকে সকল মানুষের মাঝে তুলে ধরতে হবে। তিনি গত শনিবার রাতে নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১২৬ তম জন্ম উৎসব উপলক্ষে গয়াহরি প্রার্থনা কেন্দ্রে আলোচনা সভায় অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অবসর প্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন দাশের সভাপতিত্বে এবং মৃম্ময় কান্তি দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডাঃ প্রদীপ মন্ডল এসপিআর খুলনা। এতে বিশেষ অতিথি ছিলেন এসপিআর হিমাংশু রঞ্জন তালুকদার, এসপিআর রনবীর দেবরায় এসপিআর, হরেন্দ্র চন্দ্র দেব এসপিআর, যাজক অনির্বান চৌধুরী, প্রদেশ চন্দ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশ, সাধারন সম্পাদক রশময় শীল, গয়াহরি আখড়া কমিটির সভাপতি গোপেশ চন্দ্র দাশ, শিক্ষক হরেকৃষ্ণ দাশ প্রমূখ। অনুষ্টানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক এমপি আলহাজ্ব শেখু সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল হুদা। পরে প্রভাষক উত্তম কুমার পাল হিমেল এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গীত পরিবেশন করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, অতিথি শিল্পী পূজা বনিক, চ্যানেল এস শিল্পী বিন্দু সুত্রধর, শ্রীবাস আচার্য্যসহ অন্যান্যরা।