প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউরি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের উপর সন্ত্রাসী হামলা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৪ টায় শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ও জেনারেল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেনারেল কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইমদাদুল হক চৌধুরী। শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ ওমর আলী’র পরিচলনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউপি চেয়ারম্যান শাহ্ শওকত আরেফিন সেলিম, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, ৭নং বড়ইউরি ইউপি আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ, ১২নং কালিয়ারভাঙ্গা ইউপি আওয়ামীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, ৭নং বড়ইউরি ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা সৈয়দ শাহ দরাজ মিয়া, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ মতিউর রহমান, ২নং ওয়ার্ডের সদস্য খন্দকার মনিরুজ্জামান মনু, ৩নং ওয়ার্ডের সদস্য ফারুক মিয়া, শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম, কালিয়ারভাঙ্গা ইউপি যুবলীগের সাধারণ ফারুক আহমেদ, ১২নং ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জসিম, ৮নং খাগাউড়া ইউপি যুবলীগ নেতা হুমায়ুন কবির তরফদার, ৭নং বড়ইউরি ইউপি স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ ছুনু মিয়া, যুবলীগ নেতা আব্দুর রকিব, ছাত্রলীগ নেতা জুনেদ আহমেদ আলী, সালাউদ্দিন, শিবগঞ্জ বাজার ব্যসবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা রুহুল আমিন, মাওলানা শিব্বির আহমেদ, মাওলানা মাসুদ খান, আব্দুল মাহিদ, আব্দুল জাহির, কুটু পাল, হরিপদ সিংহ, মাওলানা ইমদাদুল হক, আব্দুল হালিম, হাফিজুর রহমান, জহিরুল ইসলাম, লুৎফুর রহমান, সুহেল আমিন, লোকমান আহমেদ, শাহীনুর মিয়া, আবুল কাশেম, আবু হানিফ প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর চৌধুরী বলেন, ৭নং বড়ইউরি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব একজন সৎ ও নিষ্টাবান লোক। তার উপর সন্ত্রাসী হামলাকারী সিরাজ ও কামাল যেখানেই থাকুন না কেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ, ৭নং বড়ইউরি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।