প্রেস বিজ্ঞপ্তি ॥ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে এবং তাদের হেফাজত কামনা করে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়েছে। গতকাল শনিবার বিকালে সদর উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এই মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শতাধিক খতিব, ইমাম ও মোয়াজ্জিন উপস্থিত ছিলেন।
এদিকে আগামী সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরের কোর্ট প্রাঙ্গণে এক মানববন্ধন আহ্বান করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ পৌর শাখা। এতে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান আউয়াল।