বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মহাসড়কের পাশে রাখা অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি করেছে মোবাইল কোর্ট। গতকাল শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার নামক স্থানে রাস্তার পাশে অবৈধ বালু রেখে ব্যবসা করে আসছে এক শ্রেণির অসাধু ব্যবসায়িরা। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসলে তিনি অভিযানে নেমে মহাসড়কের ডুবাঐ নামক স্থানে রাস্তার পাশে অবৈধ বালুর স্তুপ দেখতে পান। তাৎক্ষণিক স্তুপ করে রাখা অবৈধ বালুর মালিকের তথ্য খোজার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি জানতে পারেন উপজেলার কোণা ডুবাঐ গ্রামের মাসুম মোল্লার পুত্র আব্দুল্লাহ আল মামুন ঐ বালুর মালিক। তখন অবৈধ বালু ব্যবসায়িকে ঘটনাস্থলে না পেয়ে প্রায় ৮শত ঘনফুট বালু মোবাইল কোর্ট বসিয়ে প্রকাশ্যে নিলাম দিয়ে ১৬ হাজার ৫শত টাকায় বিক্রি করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে নিয়মিতই অভিযান চালাচ্ছি। আজ (গতকাল) উপজেলার ডুবাঐ বাজারে মহাসড়কের পাশে রাখা অবৈধ বালু নিলামে বিক্রি করেছি এবং ঘটনাস্থলে অবৈধ বালু ব্যবসায়ি আব্দুল্লাহ আল মামুন হাজির না হওয়ায় তাকে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি।