স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশায় আধিপত্য বিস্তারকে কেন্ত্র করে বতর্মান চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যানের লোকজনের ভয়াবহ সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবপাশা ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী নলিউর রহমান-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টাব্যাপি চলা সংঘর্ষে উভয় পক্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় সিজিল মিয়া, আক্তার মিয়া, আশরাফুল, রেজাউল, সেজাউল, ওয়াহিদ মিয়া, জাকারিয়া, শাহ মজনু, জুয়েল, সুজন, মজনু, ইসলাম উদ্দিন, অলিউর রহমান, পায়েল, জুয়েল, ইব্রাহীম, কাউছার, শাহ উল্লাহ ও শামীমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় রাত ১টায় ওয়াহিদ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান থানার ওসি।