স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাইয়ের হাতে অপর ভাই মোঃ জসিম উদ্দিন (সাহাব উদ্দিন) রক্তাক্ত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সে ওই গ্রামের মকছুদ আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন বেশ কিছুদিন পুর্বে তার পিতার নিকট থেকে প্রায় সাড়ে ৫ শতক জায়গা হেবা দলিলের মাধ্যমে ক্রয় করে। এর পর থেকেই তার ভাই রূপাইছড়া রাবার বাগানের কর্মচারী আলা উদ্দিন তার ওই জায়গা বেশ কয়েকবার জোরপুর্বক দখল করার চেষ্ঠা করে ও জসিম উদ্দিনকে মারধোর করে। পরে তা গ্রাম্য শালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হলেও তা মেনে নেয়নি আলাউদ্দিন। এক পর্যায়ে নিরূপায় হয়ে জসিম উদ্দিন গত ২৭ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় জীবনের নিরাপত্তা ছেয়ে একটি সাধারণ ডায়রি করে। ডায়রি করার পর থেকেই আলাউদ্দিন তার উপর ক্ষপ্তি হয়ে উঠে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জসিম উদ্দিনকে একা পেয়ে হঠাৎ আলাউদ্দিন ও তার স্ত্রী নাছিমা আক্তার পারুল হকিস্ট্রিক দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার সাথে থাকা টাকা পয়সাও নিয়ে যায় তারা। পরে তোফাজ্জুল হোসেনসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।