স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ রাজনীতিক, কবি ও ভাষা সৈনিক দৈনিক মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া খান চৌধুরী বলেছেন, ক্ষমতাকে ঘিরে দেশে সহিংসতার প্রতিযোগিতা চলছে। রাজনীতির নেতিবাচক পরিবেশ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ক্ষমতার মোহ ত্যাগ করে রাজনীতিতে সততা প্রতিষ্ঠিত করতে হলে সিরাজুল হোসেন খানের মতো রাজনীতিকদের প্রয়োজন। স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য সৎ লোকদের নির্বাচিত করতে হবে। গতকাল রোববার বিকেলে বানিয়াচং প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিক সিরাজুল হোসেন খানের ৮ম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বানিয়চং সিরাজুল হোসেন খান স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে দেন লেখক ও গবেষক ড. ফজলে এলাহী, প্রাথমিক ও গণশিক্ষা গবেষক আ.ন.স হাবীবুর রহমান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য ধীরেন সিং, আইনজীবি ও সাংবাদিক মনসুর উদ্দিন আহমদ ইকবাল। বিশেষ বক্তা ছিলেন মুক্তযোদ্ধা আমির হোসেন মাষ্টার ও হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শোয়েব চৌধুরী। স্মৃতি পরিষদের সভাপতি, সাংবাদিক ও গবেষক আখলাক হুসেইন খানের সভাপতিত্বে ও স্মৃতি পরিষদের সদস্য শাহাব উদ্দিন আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্যে দেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অধ্যক্ষ মাওলানা আবদাল হোসেন খান, জাপা সভাপতি আবদুল মুকিত লস্কর, অবসরপ্রাপ্ত শিক্ষক আশিকুর রহমান, ইউসিসি সাবেক চেয়ারম্যান মোতাব্বির হোসেন, স্মৃতি পরিষদের সদস্য নকিব ফজলে রকিব মাখন, তৌহিদূর রহমান পলাশ প্রমূখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাইদূর রহমান।