চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুনারুঘাটে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেউন্দা গ্রামের লন্ডনী বাড়িতে প্রায় ৪ শতাধিক নারী-পুরুষের হাতে শাড়ী-লুঙ্গী তুলে দেন জি আর (গিয়াস-রিজিয়া) ফাউন্ডেশন ইউকে’র ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন এবং ভাইস চেয়ারম্যান রিজিয়া খাতুন। এর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সদস্য ব্যবসায়ী আলমগীর কবির, ফারভেজ আহমেদ, সাংবাদিক মোঃ রহমত আলী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, কেউন্দা গ্রামের মোঃ জিতু মিয়া, আজগর আলী, মীর শানু মিয়া, মাওঃ আলহাজ্ব আঃ ছালাম, মাওঃ হাজী এখলাছুর রহমান, শওকত আহমেদ, শরিফুল, সুবেল আহমেদ, মাসুম, আশিক প্রমূখ।
এ ব্যাপারে ফাউন্ডেশনের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে সমাজসেবামূলক কাজ করা। এর মধ্যে কিছু কাজ হল শিক্ষাখাত, স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠানে দান ও খেলাধুলাসহ অনেকই। তিনি আরও বলেন, আমার বাবার সময় থেকে গরীব অসহায়দের দান করা হতো। সে সুবাধে আমিও তা অব্যাহত রেখেছি।