প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌরএলাকার ৬৫ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে সম্মানী ভাতা বিরতণ করেছেন মেয়র আলহাজ্ব জি.কে গউছ। হবিগঞ্জ পৌরভবনের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় এক সভার মধ্য দিয়ে ওই ভাতার টাকা তুলে দেয়া হয়। সভায় মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন, হবিগঞ্জ পৌরসভা শুধু মাত্র নিয়মিত কর্মসূচীই পালন করে না বরং সমাজিক ও ধর্মীয় দায়িত্বও পালন করে থাকে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নুর হোসেন, গৌতম কুমার রায়, পৌরসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ৬৫ জন ইমাম ও ২ জন খতিব ২ হাজার টাকা করে এবং ৪১ জন মুয়াজ্জিন ১ হাজার টাকা করে সম্মানী ঈদ ভাতা গ্রহণ করেন। গত ঈদ উল ফিতর হতে এ ভাতা চালু হয় যা প্রতি বছর দুটি ঈদে অব্যাহত থাকবে।