স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার এসআই অরূপ কুমার চৌধুরী পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হয়েছেন। সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টারের এক আদেশে তাকে এ পদোন্নতি দেয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি অচিরেই নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে। তিনি হবিগঞ্জবাসীর কাছে আর্শীবাদ প্রার্থনা করেন।