প্রেস বিজ্ঞপ্তি ॥ আনন্দঘন পরিবেশে জি, আর ফাউন্ডেশন ইউ,কে’র আয়োজনে নিয়ে নৌ-বিহার-২০১৭ অনুষ্টিত হয়েছে। গত সোমবার জি.আর ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ১০টায় বানিয়াচং আদর্শ বাজার থেকে ভ্রমন যাত্র শুরু হয়। দিনব্যাপী ভ্রমন পিপাসুদের নিয়ে নৌকায় এশিয়া মহাদেশের বৃহত্তম মহাগ্রাম বানিয়াচং এর হাওর বেষ্টিত জলমগ্ন ভাটি এলাকায় ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করেন। এর মধ্যে বানিয়াচং উপজেলার উল্লেখ যোগ্য দর্শনীয় স্থান অতি প্রাচীনতম বিথঙ্গল ও দিল্লির আখড়ার মনোমৃগ্ধকর পরিবেশ ঘুরতে যান ভ্রমনের যাত্রীরা। নৌকা ভ্রমনে উপস্থিত ছিলেন-জি,আর ফাউন্ডেশন ইউ, কে’র ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, ভাইস চেয়াম্যান রিজিয়া খাতুন, মোঃ রহমত আলী, বিশিষ্ট ব্যসায়ী মোঃ নাজমুল আলম পারভেজ, মোঃ আলমগীর কবির, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, মোঃ এস আর রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান মাষ্টার, আবু বকর, সিদ্দিক মিয়া, তাউছ মিয়া মেম্বার, মোঃ তাহির মিয়া, সোরাব হোসেন, মেরুল বশর, আবুল বশর ও সক্কত আলীসহ অর্ধশতাধিক ভ্রমন পিপাসু নারী-পুরুষ ও শিশু-কিশোর উক্ত ভ্রমনে অংশ নেন।