স্টাফ রিপোর্টার ॥ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হবিগঞ্জ পৌরসভাধীন উপকারভোগিদের জন্য হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়ামে গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে দিনব্যাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীষ চাকমা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এমরান হোসেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হেলথ ক্যাম্পে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত কর্মসূচির চুক্তিবদ্ধ এনজিও সামাজিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুব্রত বৈষ্ণব। হবিগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত হেলথ ক্যাম্পে উপকারভোগী মহিলা ও তাদের সন্তানদের চিকিৎসা প্রদান করেন, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. হলিমা নাজনীন ও সদর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দেবলীনা দাশ গুপ্ত।
সবশেষে উপকারভোগী মহিলাদের প্রত্যেককে স্বাস্থ্য সামগ্রী প্রদান করা হয়।